ঢাকা : আসছে ২০১৪ সালের সরকারি ছুটি মোট ৪৯ দিন। সরকারের পক্ষে রবিবার দেশের সকল সরকারি, আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ২০১৪ সালের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে।
এতে সাধারণ ছুটি (পাবলিক হলিডে) ১৪ দিন, নির্বাহী আদেশে সরকারি ছুটি ৮ দিন, ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) ৬ দিন, (হিন্দু পর্ব) ৮ দিন, (খ্রিষ্টান পর্ব) ৮ দিন ও (বৌদ্ধ পর্ব) ৫ দিন।
সরকারি এক তথ্য বিবরণীতে রবিবার এ তথ্য জানানো হয়।
সাধারণ ছুটি (পাবলিক হলিডে)
*(চাঁদ দেখার ওপর নির্ভরশীল) ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১৪ জানুয়ারি-১ দিন; শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১ ফেব্র্বয়ারি-১ দিন; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, ১৭ মার্চ-১ দিন; স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৬ মার্চ-১ দিন; মে দিবস, পয়লা মে-১ দিন; *বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৩ মে-১ দিন; জুমাতুল বিদা, ২৫ জুলাই-১ দিন; *ঈদ-উল-ফিতর, ২৯ জুলাই-১ দিন; জাতীয় শোক দিবস, ১৫ আগস্ট-১ দিন; শুভ জন্মাষ্টমী, ১৭ আগস্ট-১ দিন; দুর্গাপূজা (বিজয়া দশমী), শনিবার ৪ অক্টোবর-১ দিন; *ঈদ-উল-আযহা, ৬ অক্টোবর-১ দিন; বিজয় দিবস, ১৬ ডিসেম্বর-১ দিন; যীশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন), ২৫ ডিসেম্বর-১ দিনসহ মোট =১৪ দিন।
নির্বাহী আদেশে সরকারি ছুটি
নববর্ষ, ১৪ এপ্রিল-১ দিন; *শবেবরাত, ১৪ জুন-১ দিন; *শবে কদর, ২৬ জুলাই -১ দিন; *ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন), ২৮ ও ৩০ জুলাই-২ দিন; *ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ও পরের দিন), ৫ ও ৭ অক্টোবর-২ দিন; *আশুরা, ৪ নভেম্বর-১ দিনসহ মোট= ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
*আখেরি চাহার সোম্বা, পয়লা জানুয়ারি-১ দিন; *ফাতেহা-ই-ইয়াজদাহম, ১২ ফেব্রুয়ারি-১ দিন; *শব-ই-মিরাজ, ২৭ মে-১ দিন; *ঈদ-উল-ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন), ৩১ জুলাই-১ দিন; *ঈদ-উল-আযহা (ঈদের পরের দ্বিতীয় দিন), ৮ অক্টোবর-১ দিন; *আখেরি চাহার সোম্বা, ১৭ ডিসেম্বর-১ দিনসহ মোট= ৬ দিন।
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
শ্রী শ্রী সরস্বতী পূজা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি-১ দিন; শ্রী শ্রী শিবরাত্রী ব্রত, ২৭ ফেব্রুয়ারি-১ দিন; শুভ দোলযাত্রা, ১৬ মার্চ-১ দিন; শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২৮ মার্চ-১ দিন; শুভ মহালয়া, ২৩ সেপ্টেম্বর-১ দিন; শ্রী শ্রী দুর্গাপূজা (নবমী), ৩ অক্টোবর-১ দিন; শ্রী শ্রী লক্ষ্মীপূজা, ৭ অক্টোবর-১ দিন; শ্রী শ্রী শ্যামাপূজা, ২৩ অক্টোবর-১ দিনসহ মোট= ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব)
ইংরেজি নববর্ষ, পয়লা জানুয়ারি -১ দিন; ভস্ম বুধবার, ৫ মার্চ-১ দিন; পুণ্য বৃহস্পতিবার, ১৭ এপ্রিল-১ দিন; পুণ্য শুক্রবার, ১৮ এপ্রিল-১ দিন; পুণ্য শনিবার, ১৯ এপ্রিল-১ দিন; ইস্টার সানডে, ২০ এপ্রিল-১ দিন; যীশু খ্রিষ্টের জন্মোৎসব (বড় দিনের পূর্বের ও পরের দিন), ২৪ ও ২৬ ডিসেম্বর-২ দিনসহ মোট= ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
*মাঘী পূর্ণিমা, ১৪ ফেব্রুয়ারি-১ দিন; চৈত্র সংক্রান্তি, ১৩ এপ্রিল-১ দিন; *আষাঢ়ী পূর্ণিমা, ১১ জুলাই-১ দিন; *মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা), ৮ সেপ্টেম্বর-১ দিন; *প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা), ৮ অক্টোবর-১ দিনসহ মোট= ৫ দিন।
এ তালিকায় ঘোষিত ছুটি সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের বেলায় প্রযোজ্য। কিন্তু যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান যথা-ব্যাংক, ইন্স্যুরেন্স, ডাক, তার, টেলিফোন, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা বা ব্যবসায়ী সংস্থা ও কলকারখানা ইত্যাদিতে অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকুরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকুরি (এসেন্সিয়াল সার্ভিস) হিসেবে ঘোষণা করা হয়েছে, তাদের বেলায় এরূপ ছুটি আপনা আপনি (অটোমেটিক্যালি) প্রযোজ্য হবে না।
ওই সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের ছুটি ঘোষণা করবে।---ডিনিউজ
এতে সাধারণ ছুটি (পাবলিক হলিডে) ১৪ দিন, নির্বাহী আদেশে সরকারি ছুটি ৮ দিন, ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) ৬ দিন, (হিন্দু পর্ব) ৮ দিন, (খ্রিষ্টান পর্ব) ৮ দিন ও (বৌদ্ধ পর্ব) ৫ দিন।
সরকারি এক তথ্য বিবরণীতে রবিবার এ তথ্য জানানো হয়।
সাধারণ ছুটি (পাবলিক হলিডে)
*(চাঁদ দেখার ওপর নির্ভরশীল) ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১৪ জানুয়ারি-১ দিন; শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১ ফেব্র্বয়ারি-১ দিন; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, ১৭ মার্চ-১ দিন; স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৬ মার্চ-১ দিন; মে দিবস, পয়লা মে-১ দিন; *বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৩ মে-১ দিন; জুমাতুল বিদা, ২৫ জুলাই-১ দিন; *ঈদ-উল-ফিতর, ২৯ জুলাই-১ দিন; জাতীয় শোক দিবস, ১৫ আগস্ট-১ দিন; শুভ জন্মাষ্টমী, ১৭ আগস্ট-১ দিন; দুর্গাপূজা (বিজয়া দশমী), শনিবার ৪ অক্টোবর-১ দিন; *ঈদ-উল-আযহা, ৬ অক্টোবর-১ দিন; বিজয় দিবস, ১৬ ডিসেম্বর-১ দিন; যীশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন), ২৫ ডিসেম্বর-১ দিনসহ মোট =১৪ দিন।
নির্বাহী আদেশে সরকারি ছুটি
নববর্ষ, ১৪ এপ্রিল-১ দিন; *শবেবরাত, ১৪ জুন-১ দিন; *শবে কদর, ২৬ জুলাই -১ দিন; *ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন), ২৮ ও ৩০ জুলাই-২ দিন; *ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ও পরের দিন), ৫ ও ৭ অক্টোবর-২ দিন; *আশুরা, ৪ নভেম্বর-১ দিনসহ মোট= ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
*আখেরি চাহার সোম্বা, পয়লা জানুয়ারি-১ দিন; *ফাতেহা-ই-ইয়াজদাহম, ১২ ফেব্রুয়ারি-১ দিন; *শব-ই-মিরাজ, ২৭ মে-১ দিন; *ঈদ-উল-ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন), ৩১ জুলাই-১ দিন; *ঈদ-উল-আযহা (ঈদের পরের দ্বিতীয় দিন), ৮ অক্টোবর-১ দিন; *আখেরি চাহার সোম্বা, ১৭ ডিসেম্বর-১ দিনসহ মোট= ৬ দিন।
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
শ্রী শ্রী সরস্বতী পূজা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি-১ দিন; শ্রী শ্রী শিবরাত্রী ব্রত, ২৭ ফেব্রুয়ারি-১ দিন; শুভ দোলযাত্রা, ১৬ মার্চ-১ দিন; শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২৮ মার্চ-১ দিন; শুভ মহালয়া, ২৩ সেপ্টেম্বর-১ দিন; শ্রী শ্রী দুর্গাপূজা (নবমী), ৩ অক্টোবর-১ দিন; শ্রী শ্রী লক্ষ্মীপূজা, ৭ অক্টোবর-১ দিন; শ্রী শ্রী শ্যামাপূজা, ২৩ অক্টোবর-১ দিনসহ মোট= ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব)
ইংরেজি নববর্ষ, পয়লা জানুয়ারি -১ দিন; ভস্ম বুধবার, ৫ মার্চ-১ দিন; পুণ্য বৃহস্পতিবার, ১৭ এপ্রিল-১ দিন; পুণ্য শুক্রবার, ১৮ এপ্রিল-১ দিন; পুণ্য শনিবার, ১৯ এপ্রিল-১ দিন; ইস্টার সানডে, ২০ এপ্রিল-১ দিন; যীশু খ্রিষ্টের জন্মোৎসব (বড় দিনের পূর্বের ও পরের দিন), ২৪ ও ২৬ ডিসেম্বর-২ দিনসহ মোট= ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
*মাঘী পূর্ণিমা, ১৪ ফেব্রুয়ারি-১ দিন; চৈত্র সংক্রান্তি, ১৩ এপ্রিল-১ দিন; *আষাঢ়ী পূর্ণিমা, ১১ জুলাই-১ দিন; *মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা), ৮ সেপ্টেম্বর-১ দিন; *প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা), ৮ অক্টোবর-১ দিনসহ মোট= ৫ দিন।
এ তালিকায় ঘোষিত ছুটি সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের বেলায় প্রযোজ্য। কিন্তু যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান যথা-ব্যাংক, ইন্স্যুরেন্স, ডাক, তার, টেলিফোন, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা বা ব্যবসায়ী সংস্থা ও কলকারখানা ইত্যাদিতে অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকুরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকুরি (এসেন্সিয়াল সার্ভিস) হিসেবে ঘোষণা করা হয়েছে, তাদের বেলায় এরূপ ছুটি আপনা আপনি (অটোমেটিক্যালি) প্রযোজ্য হবে না।
ওই সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের ছুটি ঘোষণা করবে।---ডিনিউজ
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়