ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা বাসসকে বলেন, এক একটা রায়ের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি ঘটছে। এই রায়ে বাঙ্গালী জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্তকারী সংস্থা ২৩টি অভিযোগ আনলেও প্রসিকিউশন ১৭টি অভিযোগের পে সাক্ষ্য প্রমাণ হাজির করে। এর মধ্যে ৯টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বাসসকে জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষনা হওয়ার মধ্য দিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।
একজন চিহ্নিত ঘাতকের যে রায় জনগণ প্রত্যাশা করেছিল এখন তাই হয়েছে। এই রায়ে শহীদদের আত্মা শন্তি পাবে। তিনি বলেন, এই রায় বাস্তবায়ন করতে হলে আগামীতে আবারও মহাজোটকে মতায় আনতে হবে। তা না হলে বিএনপি-জামায়াত মতায় এলেই সকল সাজাপ্রাপ্ত অপরাধীরা মুক্তি পেয়ে যাবে। তাই দেশেবাসীকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, এই রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে জাতি সন্তোষ প্রকাশ করেছে। এই রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও জাতির প্রত্যাশা অনুযায়ী রায় হবে বলে আশা প্রকাশ করেন হানিফ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
আমরা চাই মখা আলমগির , সাজেদা ,শেখ হাছিনার বেয়াই মোশাররফ , আশিক সহ আওয়ামী লীগ এ থাকা যুদ্ধ অপরাধীদের বিচার হোক , নয়ত আওয়ামীলীগ কে কাঠগড়ায় দাঁড়াতে হবে খুব শীগ্রই।
ReplyDelete