Wednesday, October 9

চীনে তিব্বতিদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত ৬০

ঢাকা : চীনে বিক্ষোভরত তিব্বতিদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ষাট জন আহত হয়েছে। বিরু কাউন্টিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংগঠন এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বেতার।

সেপ্টেম্বরের বিক্ষোভে নেতৃত্বদানকারী এক তিব্বতির মুক্তির দাবিতে নতুন করে বিক্ষোভ হচ্ছিল। তবে এ বিষয়ে কিছুই জানা নেই বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেপ্টেম্বরে নিজেদের বাড়ির বাইরে চীনের পতাকা উত্তোলনে রাজি না হওয়ায় নিরাপত্তাবাহিনীর সাথে বিক্ষোভে জড়িয়ে পরে তিব্বতিরা। দীর্ঘ দিন ধরেই স্বাধীন ভূখণ্ডের দাবি জানিয়ে আসছে তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়