ঢাকা: সাতক্ষীরার শ্যামনগরে ১৮ দলের মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। আজ (শুক্রবার) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগর উপজেলার কাশিমারিতে মিছিল বের করে ১৮ দলীয় জোট।
মিছিলটি পূর্বকাশিমারি বাজার এলাকায় পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আবু হোসেন ও সবুর মোল্লার নেতৃত্বে একটি গ্রুপ ১৮ দলের মিছিলে হামলা চালায়। প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে ঘটনাস্থলেই মারা যান জামায়াতকর্মী শফিকুল ইসলাম। জামায়াত কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শ্যামনগর থানার ওসি সগীর মিয়া বলেছেন, ‘জামায়াতকর্মী স্ট্রোকে মারা গেছেন। এখানে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।’ওসি আরো বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহতরে পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ সাতক্ষীরা পৌর শহরে ১৪৪ ধারা বলবত থাকায় শুক্রবার শহরের বাইরে ও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলের নেতাকর্মীরা।
সকালে সাতক্ষীরা পৌর শহরের উপকণ্ঠ কদমতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ও একটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আজ শুক্রবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শহরে রামদা, লাঠি-সোটা নিয়ে মিছিল বের করে। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উত্তেজনাপূর্ণ অবস্থায় ঝিনাইদহ জেলা সদরসহ ৬টি উপজেলায় বিএনপি-আওয়ামী লীগ মিছিল-মিটিং, বিক্ষোভ ও সমাবেশ শুরু করেছে।জেলার কালীগঞ্জ উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিএনপি-জামায়াত সহ ১৮দলীয় জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকাল ১১টার দিকে শহরের নীমতলা মোড়ে উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবুর রহমান ও জামায়াতের আমীর ওলিয়ার রহমানের নেতৃত্বে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।
অন্যদিকে, পটুয়াখালির বাউফলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৫০ আহত হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে। এর আগে বগুড়ায় শুক্রবার ভোরে ১৪৪ ধারা ভেঙে একদল দুর্বৃত্ত নন্দীগ্রাম উপজেলা চত্বরে অগ্নিসংযোগ করেছে। এতে বিআরডিবির পল্লীভবনের কার্যালয়ের ইউসিসির কার্যালয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। নন্দীগ্রাম থানার ওসি মো. শাহজাহান আলী জানান, সকাল পৌনে ৬টায় এলাকাবাসীর খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়