ঢাকা: ঈদুল আযহায় ঘরমুখী মানুষের জন্য বিশেষ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। ৬ অক্টোবর পর্যন্ত দেয়া হবে এ টিকিট। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন বিভিন্ন রুটের চৌদ্দ হাজার চারটি করে টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ অগ্রিম দেয়া হবে ১১ তারিখের টিকিট। পর্যায়ক্রমে শেষ দিন দেয়া হবে ১৫ অক্টোবরের টিকিট। এছাড়া বিভিন্ন কোটায় প্রতিদিন পাঁচ হাজার সাতশ' ১৫টি এবং উন্মুক্তভাবে আট হাজার দু'শ ঊননব্বইটি টিকিট বিক্রি করা হবে।
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অগ্রিম এ টিকিটের জন্য রাত জেগে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত টিকিটটা হাতে পেলে দীর্ঘ এ অপেক্ষার কোন কষ্টই থাকবে না কারো মনে। ---ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়