ভালুকা (ময়মনসিংহ): ভালুকা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় তৃণমূল নেতৃবৃন্দ দীর্ঘ দিন যাবৎ উপজেলা আওয়মীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের কাউন্সিল অনুষ্ঠিত না হওয়ায় বিশেষ করে উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাখেন।
শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ডা. এম আমান উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন পর উপজেলা আওয়ামীলীগের এই সভা অনুষ্ঠিত হওয়ায় উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের চাপা ক্ষোভ প্রকাশের সুযোগ সৃষ্টি হয়। দীর্ঘ দিন যাবৎ সাংগঠনিক কার্যক্রম স্থবির থাকায় ওই সভায় উপজেলা নেতৃবৃন্দকে দায়ী করে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চলনায় অনুষ্ঠিত বর্ধিত এই সভায় অন্যান্যের মাঝে উপজেলা আ’লীগ সহ-সভাপতি এসএম জমির হোসেন বিএসসি, যুগ্ম-সম্পাদক আবদুর রাজ্জাক, এবিএম সিদ্দিক মাস্টার, সাংগঠনিক সম্পাদক আরিফ খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী মজিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ সভাপতি আলহাজ্ব, কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী আবদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল জলিল ছাড়াও ইউনিয়ন আ’লীগ নেতা নরুল ইসলাম মাস্টার, জুলহাস উদ্দিন মাস্টার, আবদুল হালিম বিএ, শামছুল হক চৌধুরী, লোকমান হোসেন সরকার, অধ্যক্ষ ওয়াসেক আল আমীন শিপন, বাবুল হোসেন মাস্টার ও এমরান হাসান বক্তৃতা করেন। সভায় নেতা-কর্মীদের মাঝে সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠাসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষে উপজেলা পর্যায়ের আ’লীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দের ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক সফর করাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতির বক্তৃতায় অধ্যাপক ডা. এম আমান উল্যাহ এমপি সকল মতপর্থক্য ভুলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে এবং ভিশন দুই হাজার একুশ বাস্তবায়নের জন্যে অতীতের ন্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সর্বাত্মক গণজোয়ার গড়ে তুলার জন্যে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়