Monday, October 28

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করতে চায় ইইউ

ঢাকা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরো কঠোর করার চেষ্টা চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞাকে ইউরোপীয় ইউনিয়নের আদালত অবৈধ ঘোষণা করা সত্ত্বেও ইইউ এ পরিকল্পনা করছে।

আইনি লড়াইয়ের পর যদি আরো পরাজয় আসে তাহলে ইরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যাবে -এমন উদ্বেগ থেকে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা কঠোর করার চেষ্টা চালাচ্ছে।মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।

ইইউ’র এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ইরানের সঙ্গে সম্পর্ক রাখে এমন অন্তত এক ডজন কোম্পানিকে সতর্ক করে দেয়া হয়েছে যে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

গত ১০ অক্টোবর লন্ডনভিত্তিক পারসিয়া ইন্টারন্যাশনাল ব্যাংক পিএলসি-কে ইইউ চিঠি দিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়ে দিয়েছে।  

এর আগে, গত ৬ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের একটি আদালত পারসিয়া ইন্টারন্যাশনাল ব্যাংকসহ কয়েকটি কোম্পানির সম্পদ জব্দের নিষেধাজ্ঞাকে অবৈধ বলে রায় দিয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়