Tuesday, October 1

নরসিংদীর পলাশে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা


নরসিংদী: নরসিংদীর পলাশে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে পলাশ উপজেলার কান্দাপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র খায়রুল (২৫)। মঙ্গলবার ১অক্টোবর বিকেল সাড়ে ৫ টার দিকে নিহতের বাড়ীর পাশে শাহজাহানের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। ঘোড়াশাল মুছাবিন হাকিম কলেজের বিএ পড়–য়া ছাত্র ছিল খায়রুল। জমি সংক্রান্ত জের হিসেবে সে খুন হয়েছে বলে তার পরিবারের দাবী।
 নিহতের বাবা হাফিজ উদ্দিন জানায়, খায়রুল বিকেলে সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়। বাড়ীর রাস্তার কিছু দুর যাবার পর ৮/১০ জনের এক দল সন্ত্রাসী তাকে সাইকেল থেকে নামিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। খায়রুলের ডাক চিৎকারে আশেপাশে লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। আহত খায়রুলকে স্থানীয় লোকজন ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। একই এলাকার নাজমুলের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল তাদের। এরই জের ধরে খায়রুল খুন হয়েছে বলে নিহতের বাবা জানান।  ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়