ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার আসলে কেনো নির্বাচন করার এজেন্ডা নেই। তিনি কার্যত যুদ্ধপরাধীদের বিচার ঠেকাতে এবং জঙ্গিবাদকে বাঁচাতে চান। মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার অন্তবর্তী সরকারের দায়িত্ব পালন ও দৈনন্দিন কাজ করবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবে না। সুতরাং সে সময় সরকার কি ক্ষমতা প্রয়োগ করবে, সরকারের সঙ্গে কার কি সম্পর্ক থাকবে এসব বিষয় নিয়ে আলোচনার যথেষ্ট সময় আছে। আমরা বিরোধী দলের নেতাকে বলেছি, আসুন আমরা নির্বাচন বিষয়ে খোলা মনে আলোচনা করি। তিনি বলেন, সবার দাবি নিরপেক্ষ নির্বাচন। আর নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাহলে তো কোনো ধরনের সংঘাত হবে না। মঙ্গলবার টাঙ্গাইলের বাসাইলে উপজেলা শিক্ষাকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়