ঢাকা: নীরব না থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়কে সমর্থন জানাতে বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, আশা করব, খালেদা জিয়া প্রকাশ্যে ঘোষণার মধ্য দিয়ে রায়কে সমর্থন করবেন এবং সাজা কার্যকরের জন্য উনার অভিপ্রায় ব্যক্ত করবেন।
তথ্যমন্ত্রী বলেন, যদি উনি উনার নীরবতা পালন করেন, তাহলে আমি ধরে নেব খালেদা জিয়া কেবল রাজনীতি এবং মতার জন্য একজন চিহ্নিত ও সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের প নিয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙুলী প্রদর্শন করছেন। যুদ্ধাপরাধের সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাদেরকে দল থেকে বহিষ্কার করতে বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যের মৃত্যুদন্ডের রায়ের প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের প নেয়া কারো উচিত নয়। তাদেরকে রার জন্য এবং এই বিচার বানচালের জন্য পদপে নেয়া উচিত নয়। সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, এটাই প্রমাণিত হয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি বলেন, যারা মনে করেছিল, খুন করেও পার পাওয়া যায়, সেই সংস্কৃতি থেকে বাংলাদেশের বেরিয়ে আসার জন্য এই রায় গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে গণতন্ত্র অক্ষুন্ন ও শক্তিশালী হবে।
আইনের উর্দ্ধে ওঠার সংস্কৃতির অবসান হবে। আইন মন্ত্রণালয় রায় লিখে দিয়েছে বলে যে অভিযোগ সালাউদ্দিন কাদেরের পরিবার ও আইনজীবীরা তুলেছেন, তাতে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ওই ব্লগে তথ্যসচিব আট তলায় বসেন এবং আলম নামের একজন কম্পিউটার অপারেটরের কথা বলা হয়েছে। অথচ তথ্যসচিব ৬ষ্ঠ তলায় বসেন এবং আলম নামে আইন মন্ত্রণালয়ে কেউ নেই। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটা সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে। এটা রায় নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করার অপপ্রয়াস মাত্র। এ অপপ্রয়াস বারবার ঘটেছে। এ অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়