Tuesday, October 1

টেলিগ্রাফের বছরের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাঙালী লুৎফুর রহমান


আন্তর্জাতিক ডেস্ক: টানা তৃতীয় বারের মতো বৃটেনের শীর্ষস্থানীয় পত্রিকা ডেইলী টেলিগ্রাফের বছরের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

বাংলাদেশী হিসেবে তার এই ধারাবাহিক সাফল্যে গর্ববোধ করেন তিনি। ২০১০ সালে স্বতন্ত্র পার্টি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন লুৎফুর রহমান। প্রথম বাংলাদেশী ও মুসলিম মেয়র হওয়ায় তাকে ঘিরে সবার আগ্রহেরও কমতি ছিলোনা। তার এই সাফল্যে বৃটিশ পার্লামেন্ট থেকে শুরু করে মিডিয়া সব জায়গায়ই ছিলো আলোচনা-সমালোচনা।

জানা গেছে, পরপর তিনবার বৃটেনের শীর্ষস্থানীয় পত্রিকা ডেইলী টেলিগ্রাফের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নেয়ায় আবারও তিনি চলে আসেন আলোচনায়। একজন বাংলাদেশী হিসেবে তার এই সাফল্যের অনুভূতি প্রকাশের সময় তিনি বলেন এই প্রাপ্তি সব বাংলাদেশীর। এ প্রসঙ্গে মেয়র লুৎফুর রহমান সময় সংবাদকে বলে, 'এই সাফল্য শুধু আমার না, পুরো টাওয়ার হ্যামলেটবাসীর। আমি বাংলাদেশী হিসেবে গর্ববোধ করছি।' টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশী কমিউনিটির তরুণদের এগিয়ে নিতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, 'এই কমিউনিটিকে এগিয়ে নিতে আমরা শিক্ষা খাতে প্রচুর বিনিয়োগ করছি। আমি আমাদের ছেলে-মেয়েদের সরাসরি রাজনীতিতে যুক্ত হতে দেখতে চাই। আমি আশাবাদী যে সামনে তারা আরো ভালো করবে।' উল্লেখ্য, সিলেটের বালাগঞ্জের সেকান্দপুর গ্রাম থেকে মাত্র ৪ বছর বয়সে যুক্তরাজ্য আসেন লুৎফুর রহমান। এরপর ধেকে ধীরে ধীরে যুক্তরাজ্যের সমাজে আর পরবর্তিতে রাজনীতিতে অবস্থান তৈরি করেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়