রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “দেশকে গৃহযুদ্ধের দিতে ঠেলে দেয়া হচ্ছে।কেউ দা কুড়াল নিয়ে মাঠে থাকার কথা বলছেন। এতে দেশে অমানিষা দেখা দেবে। বাচ্চারা স্কুলে যেতে পারবে না। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চাই। কিন্তু এর সম্ভাবনা খুবই কম।”
বুধবার সকালে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে নামাজ আদায়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, “জাতি আজ মহাশঙ্কিত। আগামী দিনে দেশে কি হবে, তা কেউ বলতে পারছে না। মনে হচ্ছে দেশে গৃহযুদ্ধ হবে। দা-কুড়াল নিয়ে রাস্তায় নামতে বলা হচ্ছে। এ আলামাত ভালো নয়।”
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “আমি আল্লাহর কছে দেশ ও দেশের মানুষকে মুসিবত থেকে রক্ষার জন্য দোয়া করেছি।”
এর পর তিনি রংপুর রিপোর্টার্স ক্লাবে গরু কোরবানী দিয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় এরশাদকে ফুল দিয়ে অভিনন্দন জানান রিপোর্টার্স ক্লাবের নেতারা।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়