রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, বাংলাদেশ সাম্প্রাদায়িক সম্প্রীতির দেশ কোন অশুভ শক্তি রংপুরের সাম্প্রদায়িক সাম্প্রীতি নষ্ট করতে পারবেনা। এখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে এক সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে।
সোমবার গুপ্তপাড়াস্থ নিজ বাসভবনে সিটি কর্পোরেশনের বিভিন্ন পুজা মন্ডপের আর্থিক সাহায্যের চেক হস্তান্তর কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন সার্বজনীন দুর্গাপুজা আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। আবহমান কাল ধরে বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে তা কোন অশুভ শক্তি নষ্ট করতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আজম আলী, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল হাকিম, কাউন্সিলার সেকেন্দার আলী, হাফিজ আহমেদ ছুট্টু, আব্দুল কাদের, ইদ্রিস আলী, সুলতান আহমেদ, রংপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বনমালী পাল, সাধারন সম্পাদক এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক প্রমুখ।
উল্লেখ্য রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩৩ টি ওয়ার্ডে ১২৭টি পুজা মন্ডপে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয়া হয়।---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়