ঢাকা : তালেবানের রক্তচক্ষু উপেক্ষা করা পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই জানিয়েছেন, তালেবানের হুমকি-ধমকি নয়, ভূতকে ভয় পান তিনি।
সোমবার এনডিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে উপস্থাপকের করা এক প্রশ্নের জবাবে মালালা এ কথা জানান। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এটি তার প্রথম সাক্ষাৎকার।
গত বছরের অক্টোবরে সোয়াত উপত্যকায় নিজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানদের গুলিতে মারাত্মক আহত হয় মালালা। নারী ও শিশু শিক্ষার পক্ষে এবং উগ্রপন্থার বিরুদ্ধে কথা বলায় তালেবানরা তাকে হত্যার চেষ্টা করে। তখন উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রিটেন নিয়ে আসা হয়।মস্তিষ্কে সফল অস্ত্রোপচার শেষে মালালা এখন যুক্তরাজ্যেই বসবাস করছে।
সে সময়ের দুঃসহ স্মৃতি বর্ণনা করতে গিয়ে মালালা এনডিটিভিকে বলে, বারমিংহাম হাসপাতালে জ্ঞান ফেরার পর তার আর তার পরিবারের একমাত্র চিন্তা ছিল কিভাবে তার চিকিৎসা খরচ জোগাড় হবে তা নিয়ে। বর্তমানে সে লন্ডনের এক স্কুলে লেখাপড়া করছে।
তালেবানরা যদি আবারো তাকে হত্যার চেষ্টা চালায় তাহলে সে কি করবে? এনডিটিভির এ প্রশ্নের জবাবে মালালা বলে, আমি বরং ভূতকে ভয় পাই। কিন্তু তালেবানকে কখনোই নয়।
সোমবার এনডিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে উপস্থাপকের করা এক প্রশ্নের জবাবে মালালা এ কথা জানান। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এটি তার প্রথম সাক্ষাৎকার।
গত বছরের অক্টোবরে সোয়াত উপত্যকায় নিজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানদের গুলিতে মারাত্মক আহত হয় মালালা। নারী ও শিশু শিক্ষার পক্ষে এবং উগ্রপন্থার বিরুদ্ধে কথা বলায় তালেবানরা তাকে হত্যার চেষ্টা করে। তখন উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রিটেন নিয়ে আসা হয়।মস্তিষ্কে সফল অস্ত্রোপচার শেষে মালালা এখন যুক্তরাজ্যেই বসবাস করছে।
সে সময়ের দুঃসহ স্মৃতি বর্ণনা করতে গিয়ে মালালা এনডিটিভিকে বলে, বারমিংহাম হাসপাতালে জ্ঞান ফেরার পর তার আর তার পরিবারের একমাত্র চিন্তা ছিল কিভাবে তার চিকিৎসা খরচ জোগাড় হবে তা নিয়ে। বর্তমানে সে লন্ডনের এক স্কুলে লেখাপড়া করছে।
তালেবানরা যদি আবারো তাকে হত্যার চেষ্টা চালায় তাহলে সে কি করবে? এনডিটিভির এ প্রশ্নের জবাবে মালালা বলে, আমি বরং ভূতকে ভয় পাই। কিন্তু তালেবানকে কখনোই নয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়