Monday, October 28

সংলাপের উদ্যোগ এবার বিএনপিকেই নিতে হবে : নাসিম

ঢাকা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২৯ তারিখের পরে সংলাপে বসতে চাইলে উদ্যোগ বিরোধী দলকেই নিতে হবে। 

সোমবার ধানমণ্ডির বঙ্গবন্ধু এভিনিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এ কথা জানানো হয়।

তিনি বলেন, বেগম জিয়া এখন পুরোপুরিভাবে স্বাধীনতাবিরোধী শক্তির নেতৃত্ব দিচ্ছেন। তিনি এখন প্রকাশে একাত্তরের ঘাতকদের মুক্তি দাবী করছেন। 

নাসিম বলেন, গত শনিবার রাতে বিরোধীদলীয় নেত্রীর সাথে আলাপ করেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি মূলত বিরোধী দলীয় নেত্রীকে অত্যান্ত আন্তরিকতার সাথে আলোচনার আহবান জানিয়েছেন। অত্যান্ত উদার মানষিকতা নিয়ে টেলিফোনে তিনি যে কথাগুলো বলেছেন তা দেশবাসি দেখেছে। সোহরাওয়ার্দী উদ্যানে ভাষন দিয়ে বেগম জিয়া জানিয়েছিলেন, যদি আলোচনার উদ্যোগ নেয়া হয় তাহলে আমরা আর হরতাল করবো না। কিন্তু এই আহবানের বিপরিতে বেগম খালেদা জিয়ার বক্তব্য সবাই দেখেছে। দুঃখজনব ব্যাপার হলো আলোচনার উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বেগম জিয়া তার বক্তব্য থেকে সরে এসে তিনদিনের যন্ত্রণাদায়ক এই হরতাল এখনো চালিয়ে যাচ্ছেন। এর দারা মানুষ বিচার করবে যে কে গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে কে করেনা।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়