Wednesday, October 9

চীনা পুলিশের গুলিতে ৬০ তিব্বতী আহত

ঢাকা: চীনা পুলিশের গুলিতে কমপক্ষে ৬০ জন তিব্বতী আহত হয়েছে। বুধবার মানবাধিকার গোষ্ঠি ফ্রি তিব্বত ও যুক্তরাষ্ট্রভিত্তিক রেডিও ফ্রি এশিয়ানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
 
রোববার স্থানীয় এক নেতার মুক্তির দাবিতে বিরু কাউন্টিতে বিক্ষোভ মিছিল বের করে তিব্বতীয়রা। এসময় পুলিশ ওই বিক্ষোভ মিছিলে গুলি চালালে ৬০ জন আহত হয়। এদের মধ্যে দু জনের অবস্থা গুরুতর।
 
এছাড়া নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লাঠিপেঠা করে ও টিয়ার গ্যাস ছোড়ে বলেও মানবাধিকার গোষ্ঠিগুলো  অভিযোগ করেছে। তবে পুলিশ তাজা গুলি না টিয়ার গ্যাস ছুড়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কেম্পেইন ফর তিব্বত।
 
তবে চীনা পুলিশ বিক্ষোভ বা গুলি বর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে এএফপিকে জানিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়