শেরপুর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। হুজুরদের বেতন বাড়িয়েছেন, মাদরাসার বেতন বাড়িয়েছেন। আর সবচেয়ে বড় কথা ৭৮ বছর যাবত এই পাক-ভারত উপ-মহাদেশের আলেম ওলামারা একটি দাবী জানিয়া আসছে। আরবী ভাষায়, পাক কালাম কোরআনের ভাষায় একটা বিশ্ব বিদ্যালয়। কেউ করেন নাই। শেখ হাসিনা আইন পাশ করছে, আলহামদুলিল্লাহ সেই আরবী বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল বাজারে শিক্ষার্থী ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বিদ্যুতের ব্যাপারে বলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা যদি থাকে তাহলে মানুষ বিদ্যুতের পিছনে ছুটবে না, বিদ্যুতই এসে বলবে আমাকে নাও।
টিআর এর টাকায় চলমান উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, টিআর আসে আপনাদের ট্যাক্স এর পয়সায়। আপনাদের টাকা আমি আবার আপনাদের কাজে লাগাই।
তিনি আরও বলেন, এই টিআর এর টাকায় আমি বুড়ি ভোগাই কেটে দিয়েছি। আমি সাড়ে সাত লাখ টাকা জমা দিয়েছি । যাতে আপনাদের উপর ট্যাস্ক না বসায়।
শীতবস্ত্র বিতরণ শেষে মন্ত্রী বুড়ি ভোগাইয়ে টিআর এর টাকায় নির্মাণাধীন হলোস্টিল ব্রিজের কাজ পরিদর্শন করেন।
মন্ত্রী দিনব্যাপী উপজেলার কাকরকান্দি ও রূপনারায়নকুড়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন এবং বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।
এ সময় জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ হালিম, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়