আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন চার বিদেশি সেনা নিহত হয়েছে। দখলদার সেনারা এক বিবৃতিতে আজ (রোববার) এ খবর নিশ্চিত করেছে। তারা বলেছে, যৌথ অভিযানের সময় এসব সেনা নিহত হয়। তবে নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেনি বিদেশি বাহিনী। এছাড়া, আফগানিস্তানের ঠিক কোথায় এবং কিভাবে তারা নিহত হয়েছে তার বিস্তারিত কিছুই জানায়নি।
এর আগে, গতকাল আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক আফগান সেনার গুলিতে আরেক বিদেশি সেনা নিহত হয়। চলতি বছর এ পর্যন্ত আফগানিস্তানে ১৪০ জন বিদেশি সেনা নিহত হয়েছে। তবে, ২০১০ সাল ছিল বিদেশি সেনাদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর। ওই বছর নিহত হয় ৭১১ জন বিদেশি সেনা। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনারা আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত আফগান তালেবান ও নিরাপত্তা বাহিনীর হামলায় ৩,৩৮০ জন দখলদার সেনা মারা গেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়