Tuesday, October 1

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৬০, আহত ১৭০


আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত ও ১৭০ লোক আহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার ইরাকের খাদমিয়াহ এলাকার একটি বাজারে গাড়ি বোমা হামলায় ২ সেনাসহ কমপক্ষে ৭ জন নিহত ও ১৬ জন আহত হয়। অন্যদিকে রাস্তার পাশে পার্ক করা গাড়িবোমার বিস্ফোরণে ইরাকের হাবিবিয়া ও শাবা-আল-বৌর এলাকার কয়েকটি স্থানে বেশ কয়েকজন মানুষ হতাহত হয় বলে জানিয়েছে চিকিৎসকরা।

এদিন ইরাক জুড়ে কমপক্ষে ১৪ টি জায়গায় গাড়ি বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা না গেলেও, পুলিশের ধারণা সুন্নী চরমপন্থিরা এসব হামলা চালিয়ে থাকতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়