Tuesday, October 29

বিএনপিই সংলাপ চায় না: জয়

ঢাকা : প্রধানমন্ত্রীর টেলিফোনে আহ্বান প্রত্যাখ্যান করে হরতাল কর্মসূচিতে অনড় থাকার সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি সংলাপ চায় না বলেই এমনটি করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে জয় বলেন, “বিএনপি সংলাপে আসতে চায় না বলেই নানা রকম ছুতা দেখিয়ে যাচ্ছে। তারা সংলাপে আসবে এমন আশা করলেও কোনো লক্ষণ তো দেখছি না।”

প্রধানমন্ত্রী হরতাল তুলে নিয়ে সোমবার গণভবনে বিরোধী নেত্রীকে আমন্ত্রণ জানান। তবে হরতাল প্রত্যাহার সম্ভব নয় জানিয়ে তিন দিনের এই কর্মসূচির পর সংলাপের আমন্ত্রণ গ্রহণ করতে রাজি আছেন বলে জানান খালেদা।

দুই নেত্রীর ওই আলাপের পর তাদের মধ্যে সংলাপ অব্যাহত রাখতে রাজনৈতিক, ব্যবসায়ী, কূটনীতিক মহলের চাওয়ার মধ্যে নতুন করে আলোচনায় উদ্যোগ নেয়ার জন্য দুই দল পরস্পরকে আহ্বান জানাচ্ছে।

হরতালে বোমা হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তনয় বলেন, “আমরা চেয়েছিলাম সংলাপের মাধ্যমে সমঝোতা হোক। কিন্তু বিএনপি তো সন্ত্রাস করছে। তাদের বোমাবাজি খুবই দুঃখজনক।”--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়