Saturday, October 5

চাটমোহরে ৪৭টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে


চাটমোহর (পাবনা): সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শরদীয়া দূর্গাপূজা এবার পাবনার চাটমোহর উপজেলায় ৪৭টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে। শরদীয়া দূর্গাপূজার মূল আকর্শন প্রতিমা বিসর্জন। আর এই প্রতিমা তৈরীর কাজ শেষের পরে এখন চলছে পুরোদমে রং করা।
পূজা উদযাপন পরিষদ চাটমোহর শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী জানান, চাটমোহর মোট ৪৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে চাটমোহর পৌরসভায় ১১টি মন্ডপে, হান্ডিয়াল ইউনিয়নে ১৫টি, নিমাইচড়া উনিয়নে ৯টি, মূলগ্রাম ইউনিয়নে ২টি মন্ডপে, ফৈলজানা ইউনিয়নে ২টি, পার্শ্বডাঙ্গা ইউনিয়নে ২টি, বিলচলন ইউনিয়নে ২টি, গুনাইগাছা ইউনিয়নে ৩টি এবং হরিপুর ইউনিয়নে ১টি মন্ডপে। মথুরাপুর, ছাইকোলা ও ডিবিগ্রাম ইউনিয়নে কোন পূজা অনুষ্ঠিত হবে না। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মন্ডপে প্রতিমা তৈরি, রং-এর কাজ পুরো দমে চলছে। এলাকার মৃৎশিল্পীরা নাওয়া-খাওয়া ভুলে ব্যাস্ত হয়ে পড়েছে প্রতিমা তৈরীতে।
প্রতিমা শিল্পী শ্রী সত্যেন্দ্রনাথ চক্রবর্তী জানায়, এ বছর ১৬টি প্রতিমা তৈরীর অর্ডার পেয়েছি। প্রতিটি প্রতিমা ৭ হাজার থেকে ১০ হাজার টাকা করে বিক্রি করা হবে। ৪ থেকে ৫দিনের মধ্যে প্রতিমাগুলো তৈরী ও রং-এর সকল কাজ শেষ হবে বলে তিনি জানান। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়