Saturday, October 5

‘এ সরকারের আমলেই পর্যটন শিল্পে ব্যাপক উন্নতি হয়েছে’

নারায়ণগঞ্জ : বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেছেন, এ সরকারের আমলেই পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার পর্যটন শিল্পের উন্নয়নের জন্য বে-সরকারি খাতে ১৩৫% ট্যাক্স কমিয়ে ১০৫% করেছে। বাংলাদেশের সড়ক পথে পর্যটকদের সংখ্যা বেশি হলেও নদী ভ্রমণে পর্যটকের সংখ্যা কম। কাজেই পর্যটকদের নদী ভ্রমণে উৎসাহী করতে সরকারি ও বেসরকারিভাবে জাহাজ তৈরিতে সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে (এমভি টেঙ্গর হাওড়) টাইগার ট্যুরস নামে একটি বে-সরকারি ভ্রমণ জাহাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পর্যটন শিল্পের জন্য ১০টি ছোট বিমান কেনার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন দেশ থেকে যাতে সরাসরি বিমানযোগে আসা যাওয়া করা যায় সেজন্য কক্সবাজার বিমানবন্দর নিয়েও কাজ করছে সরকার।
উপজেলার তারাবঘাট এলাকায় ভ্রমণ জাহাজ উদ্বোধনী উপস্থিত ছিলেন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মাকসুদুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ভ্রমণ জাহাজের মালিক আব্দুল মুহিত চৌধুরী, টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান খাঁন কবির, পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রহমাতুল মনিম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মীর প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়