Wednesday, October 30

খালেদা জিয়া চাইলে একশবার দাওয়াত দিবো: আশরাফ

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া চাইলে তাকে আবারও দাওয়াত দিতে আমাদের কোনো আপত্তি নেই। একবার কেন? একশ’বার দাওয়াত দিতে পারি।তিনি বলেন, প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণ বহাল আছে।

আজ বুধবার গণভবেন প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর আওয়ামী লীগ নেতাদের মতিবিনময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী টেলিফোনে একবার আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন বিএনপি আবার আমন্ত্রণ চাচ্ছে। এ সময়, ‘একবার সাধিলে খায় না, আর একবার সাধিলে..’ প্রবাদের উল্লেখ করে তিনি বলেন, বিএনপির এখন এ অবস্থা হয়েছে।
 
দেশের রাজনৈতিক পরিস্থিতিও উল্লেখ করে আশরাফ বলেন, দুর্বলের সঙ্গে আলোচনায় সন্ধি হয় না। ৩ নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আমাদের শক্তি দেখাতে হবে। এটি লাঠি কিংবা পেশীশক্তি নয়, সমাবেশে জনসমাগমের শক্তি।

এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহেমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মণৃাল কান্তি দাস, অসীম কুমার উকিল, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়