Tuesday, October 1

মহম্মদপুরে শিশু ধর্ষিত


মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুরের ধোয়াইল গ্রামে তৃতীয় শ্রেণির এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ তাকে উপর্যপুরি ধর্ষণ করে।
সুত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার ধোয়াইল গ্রামের তৃতীয় শ্রেণিতে পড়–য়া ওই শিশু ল্যাট্রিনে ডাওয়ার সময় সময় আগে থেকে ওৎ পেতে থাকা লস্কর বিশ্বাস নামের এক লম্পট বৃদ্ধ তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এদিকে এ ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি দেনদরবার শুরু করেছে বলে একটি সুত্র জানিয়েছে। ধর্ষিতার পিতা দরিদ্র হওয়ায় নগদ অর্থ দিয়ে তার মুখ বন্ধ করার জন্য একটি মহল জোর চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ রকম কোনো বিষয় নিয়ে আমার কাছে কেউ আসে নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়