Saturday, October 26

হাছান মাহমুদ বাসার সামনে ককটেল বিসস্ফোরন : গ্রেফতার ২০


ঢাকা : আজ শনিবার সকাল ১০ টার দিকে পরিবশে ও বনমন্ত্রী হাছান মাহমুদ এর  বাসার  সামনে কয়েকটি ককটেল বিস্ফোরিত ঘটে। এই ঘটায় পুলিশ  আটক করেছে ২০ দুর্বৃত্তদের । এবং এর পাশাপাশি  রজধানীর কাকরাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনারের কার্যালয়ের সামনে তিনটি  বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছে। 

সকাল থেকেই নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। ককটেল বিস্ফোরণের পরপরই পুলিশকে তৎপর দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনে পুলিশ কর্মকর্তার কার্যালয়টির সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে। পল্টন থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়