Thursday, October 10

দু গ্রামবাসীর সংঘর্ষে,কানাইঘাট বাজারে পরিস্থিতি থমথমে

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারে বুধবার রাত ৯ টার দিকে নন্দিরাই গ্রামের আনোয়ার এন্ড হার্ডওয়্যার এর মালিক আনোয়ার হোসেনের সাথে দুর্লভপুর গ্রামের গ্রামের রহমত আলীর তুচ্ছ  ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুর্লভপুর গ্রামের বিপুল সংখ্যক লোকজন আনোয়ার হোসেনের  ব্যবসা প্রতিষ্টানে হামলা করে দোকান ভাংচুর করে। এতে দোকানের মালিক আনোয়ার আহত হন। এ ঘটনার খবর পেয়ে নন্দিরাই গ্রামের লোকজন বাজারে জড়ো হয়ে দূর্লভপুর গ্রামের লোকজনের সাথে দাওয়া পাল্টা দাওয়া হয় । এক পর্যায়ে নন্দিরাই গ্রামের লোকজনের প্রতিরোধের মুখে বাজার ছেড়ে চলে যান দূর্লভপুর গ্রামের লোকজন । পরে রাত ১০ টার দিকে দুর্লভপুর গ্রামের শত শত লোক মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাজারে আবার চড়াও হয়। এসময় তারা নন্দিরাই গ্রামের বেশ কিছু ব্যবসা প্রতিষ্টান ভাংচুর করে । এসময় পুলিশ প্রায় ৫০ রাউন্ড ফাকা গুলি টিয়ারশেল নিপে করে ছত্রভঙ্গ করে।  পরে নন্দিরাই  গ্রামের লোকজন মোশাহিদ সেতুর বাইপাস সড়কে অবস্থান  নিয়ে প্রায় হাজারো লোকজন বাজারে আসে পুলিশের প্রতিরোধের মুখে দূর্লভপুর গ্রামের কয়েকটি ব্যাবসা প্রতিষ্টান ভাংচুর করে। এসময় পুলিশ দেড় শতাধিক ফাকা গুলি টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও ফাকা গুলিতে পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ে। বাজারের দোকান পাট বন্ধ হয়ে যায়। বাজারে আগত লোকজন দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় শতাধিক লোক আহত হন। এ রির্পোট লেখা পর্যন্ত দূর্লভপুর গ্রামের লোকজন কানাইঘাট মহেশপুর রোড এবং নন্দিরাই গ্রামের লোকজন মোশাহিদ সেতুর বাইপাস সড়কে অবস্থান করছে। কানাইঘাট বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ বাজারে মোতায়েন রয়েছে। 


শেয়ার করুন

1 comment:

  1. আহা ! সেতো ভয়াবহ অবস্তা । সবাইকে শান্ত থাকার জন্য আহবান জানাচ্ছি।

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়