ঢাকা : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ২১ অক্টোবরের পূর্বনির্ধারিত নির্বাচন ২০১৩ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী চান না জাতীয় নির্বাচনের আগে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন হোক।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। বৈঠক শেষে যোগাযোগ করা হলে মন্ত্রি পরিষদ সচিব জানান, এব্যাপারে শিগগির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।---ডিনিউজ
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। বৈঠক শেষে যোগাযোগ করা হলে মন্ত্রি পরিষদ সচিব জানান, এব্যাপারে শিগগির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।---ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়