লালমোহন (ভোলা): লালমোহনে আকস্মিক পৌর ছাত্রলীগের ক্যাডার বাহিনীর নেতৃত্বে মহড়া দিয়ে যুবদল ও ছাত্রদল নেতার উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলার পর বিএনপির ডিজিটাল ফেস্টুন ব্যানার ছিঁড়ে পৌর শহরে আতংক তৈরি করে পৌর ছাত্রলীগ। বিএনপির নেতা-কর্মীরাও ঘটনার প্রতিবাদ করতে প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজনাকর সৃষ্টি হয়। সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
জানা গেছে, রোববার সন্ধ্যায় আকস্মিক মিছিল নিয়ে বাজারে মহড়া দেয় পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরের নেতৃত্বে ক্যাডার বাহিনী। উপজেলা ছাত্রদলের আহবায়ক সামছুদ্দিন জসিম অভিযোগ করেন, তিনিসহ উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হারুন অর রশিদ ভোলা থেকে মামলার হাজিরা দিয়ে মাইক্রোবাসযোগে করিম রোড এলাকায় নামার সাথে সাথে পৌর ছাত্রলীগের মিছিল থেকে তাদের উপর হামলা চালানো হয়। এঘটনায় বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ করতে বিএনপির অফিসের সম্মুখে ও করিম রোড এলাকায় জড়ো হয়। বিএনপির নেতা-কর্মীরা পৌর ছাত্রলীগের ক্যাডার বাহিনীদের ধাওয়া করলে তারা চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। তারা চৌরাস্তা মোড়ে লাগানো বিএনপির ডিজিটাল ফেস্টুনগুলো খুলে ছিড়ে ফেলে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘটনা সহিংসতার দিকে রূপ নিতে শুরু করলে পুলিশ বিএনপি অফিসের সম্মুখ ও চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়