কক্সবাজার : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজারে পুলিশ ও বিজিবির গুলিতে ২ জামায়াত কর্মী ও ১ টেইলার্স কর্মী (দর্জি) নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অর্ধশতাধিক।
মঙ্গলবার সন্ধ্যায় ধুরুং বাজারে সমাবেশের আয়োজন করে জামায়াত। মাগরিবের নামাজের সময় পুলিশ ও বিজিবি সদস্যরা মঞ্চ দখলে নেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের সংর্ঘে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে উত্তর থুরুং ইউনিয়নের জামায়াত কর্মী আবু আহমদ, লেমশাখালী ইউনিয়নের আজিজুর রহমান এবং টেইলার্স কর্মী পারভেজ(২৬) নিহত হন।উপজেলা জামায়াতর সেক্রেটারি শাহরিয়ার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়