Saturday, October 26

হরতাল ডাকার অধিকার খালেদার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর : স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া কিংবা তার সহযোগী দলের হরতাল আহ্বান বা পালন করার কোনো নৈতিক অধিকার নেই।

শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ড. জালাল আলমগীর বৃত্তি প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা যে কোনো দল বা ব্যক্তির সাথে আলোচনার জন্য তৈরি আছি। যদি কোনো দল নির্বাচনে না আসে তাহলে সেই দায়িত্ব তাদের। তার জন্য নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।২৭ অক্টোবরের পর বর্তমান সরকার অবৈধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা অলৌকিক শব্দ। সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই সরকার বৈধ, নিশ্চিত ও কার্যকর থাকবে---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়