Friday, October 25

বিরোধীদলের নেতা নাশকতার উস্কানি দিচ্ছেন: নানক

ঢাকা : বিরোধীদলের নেতা নাশকতার উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। 

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নানক বলেন, বিএনপির চেয়ারপারসন ও তার দলের নেতাকর্মীরা শুক্রবারের সমাবেশ নিয়ে দেশজুড়ে আতঙ্ক তৈরি করতে চাইছেন। খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে চেষ্টা করছেন।

এছাড়া আওয়ামী লীগের উপেদষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা পূর্বপরিক্ল্পিত ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য একটি মহল এ কাজ করেছে বলেও জানান জাহাঙ্গীর কবীর নানক।

এদিকে, সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়