Tuesday, October 8

নেটোকে ব্যর্থ বললেন হামিদ কারজাই


ঢাকা : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নেটো বাহিনী ব্যর্থ হয়েছে বলে দাবী করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মি. কারজাই বলেন, যৌথ বাহিনীর হাজার-হাজার সৈন্যের মৃত্যু এবং সামরিক অভিযানে কোটি-কোটি ডলার ব্যয় করা ছাড়াও ন্যাটো বাহিনীর কারণে আফগানিস্তানকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে।

মি. কারজাই বলেন, তিনি তালিবানদের সাথে ব্যক্তিগতভাবেও কথা বলছেন, যাতে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে।

নেটো অভিযানে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা আফগান সরকার এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর মধ্যে বিরোধের একটি মূল কারণ।

বিবিসির সাথে সাক্ষাৎকারেও প্রেসিডেন্ট হামিদ কারজাই বারবার এ বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তানে তালিবানদের নিরাপদ আশ্রয়স্থলে হামলা না চালিয়ে নেটো বাহিনী অযৌক্তিকভাবে আফগানিস্তানের গ্রামগুলোতে হামলা চালাচ্ছে।

মি. কারজাইয়ের বর্তমান মেয়াদের মাত্র ছয় মাস বাকি রয়েছে। তিনি বলছেন, এখন তার লক্ষ্য আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনা, এজন্যে তিনি তালিবানদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতেও আগ্রহী।

২০০১ সালে নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার কিছুদিন পরেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে আক্রমণ করে।

আফগানিস্তান অভিযানে অংশ নেয়া অধিকাংশ বাহিনীরই ২০১৪ সালের শেষের দিকে ফিরে যাবার কথা রয়েছে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়