রাজশাহী: আন্দোলনের নামে রাজশাহীতে ১৮দলের নাশকতা প্রতিরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যা পর থেকে নগরীতে টহল শুরু করেছে বিজিবি সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম জানান, বেসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য রাজশাহীতে তিন প্লাটুন বিজিবি সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার পর থেকে নামানো হয়। এছাড়াও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে আরো বেশকিছু সদস্যকে। জেলার মধ্যে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে কাজ করবে। তিনি আরো জান্না, রাজশাহীর পরিস্থিতি এখনো শান্ত রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়