Tuesday, October 8

৬১ বছর বয়সের কনের ৮ বছরের বর!


ঢাকা: এ জীবনটা কেমন লাগছে-এমন প্রশ্নের উত্তরে আট বছরের সানেল বলে, ‘খুবই ভালো লাগছে। ৬১ বচর বয়সী হেলেনকে বিয়ে করে আমি বেশ খুশি। যদিও আমার স্কুলের বন্ধুরা বিষয়টা নিয়ে হাসাহাসি করে। কিন্তু আমার নিজেকে একজন স্বামী বলেই মনে হয়।’

আট বছরের শিশুর মুখে এমন গুরুগম্ভীর কথা শুনতে বেশ পছন্দ করে তার পরিবারের সদস্যরা। তাদের মতে, ছোট বয়সেই সানেলের মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়েছে।

অবাক হবার বিষয়ই বটে। তবে এই অবাক করা ঘটনাটি ঘেেটছে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার টিশোয়েনের আট বছরের বর সানেলে মাসিলেলা ও ৬১ বছরের হেলেন শাবাঙ্গুরের বিবাহিত জীবন নাকি বেশ ভালোই কাটছে। বিয়ের পরপরই এই অসম জুটি উদযাপন করেছে তাদের ঐতিহ্যবাহী তসওয়ানে উৎসব।

এ অনুষ্ঠানে রীতি অনুসারে সানেলে তার নতুন বৌকে ৫০০ পাউন্ড দিয়েছে। আর সানেলের বাবা-মা হেলেনকে দিয়েছে এক হাজার পাউন্ড। সানেল ও হেলেনের পরিবারের সদস্যরা একসঙ্গে থাকেন না।

তবে বিভিন্ন অনুষ্ঠান উভয় পরিবার একসঙ্গেই উদযাপন করে। এমনকি মাঝেমধ্যে একে অন্যদের রাতের খাবার খাওয়ার জন্যও আমন্ত্রণ জানায়।

সানেলের ৪৬ বছর বয়সী মা পেশেনস মাসিলেলা বললেন, পরিবারে এ ধরনের ঘটনা এটাই প্রথম। দাদার নামেই নাম সানেলের। তাকে এভাবে বিয়ে দেওয়ার ইচ্ছেটা মূলত তার দাদার ছিল। মৃত দাদার কথা রাখতেই সানেলের দাদি লুসি মাসুকু নাতির বিয়ের সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়