Saturday, October 26

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন আতঙ্ক: আহত অর্ধশত‍


ঢাকা: শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে অর্ধশত শ্রমিক আহত হয়েছেন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।শনিবার সকাল ১০টায় আশুলিয়ার গোড়াট এলাকার রেজা ফ্যাশন নামের তৈরি পোশাক কারাখানায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টায় কে বা কারা হঠাৎ কারখানার ফায়ার অ্যালার্ম চাপলে কর্মরত শ্রমিকদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে ও পদদলিত হয়ে কমপক্ষে অর্ধশত শ্রমিক আহত হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকা রপ্তানিকরণ এলাকার (ডিইপিজেড) দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এবিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়