Monday, October 28

দ্বিতীয় দিনেও হরতাল স্বত:স্ফূর্তভাবে সফল: রিজভী

ঢাকা: ১৮ দলের হরতালের দ্বিতীয় দিনেও জনগণ স্বত:স্ফূর্তভাবে সাড়া দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, যে দাবির উপর ভিত্তি করে ২৫ অক্টোবর বেগম খালেদা জিয়া ৬০ ঘণ্টার হরতাল আহ্বান করেছেন সে হরতাল সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। পুলিশের মত নির্যাতন, আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় যুবলীগ, ছাত্রলীগ গতকাল রোববার যে তাণ্ডব চালিয়েছে, আমাদের মানুষদের হত্যা করেছে এর মুখেও জনগণ আজকে রাস্তায় নেমে এসেছে। জেলায় জেলায় অত্যাচরের বুলেট বরণ করে হলেও তারা হরতাল পালন করছেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়