কানাইঘাটের চতুল বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৩-১৪ সনের নির্বাচন আগামী সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চতুল বাজারের অলিগলি প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ব্যবসায়ী সমিতির এ নির্বাচনে সভাপতি পদে ৩, সাধারণ সম্পাদক পদে ৩, কোষাধ্যক্ষ পদে ২ এবং সাধারণ সদস্য পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। বাজারের ৬৪৪ জন নিবন্ধনকৃত ব্যবসায়ী তাদের সরাসরি ভোটের মাধ্যমে ৯সদস্য বিশিষ্ট ব্যবসায়ীদের কার্যনির্বাহী পরিষদকে নির্বাচিত করবেন। সভাপতি পদে সাবেক সভাপতি আব্দুর রশিদ (চাকা), সাবেক কোষাধ্যক্ষ হাজী মাহমুদ আলী (আনারষ), হাজী ইসমাইল আলী (চেয়ার), সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক সুলতান করিম (দোয়াত-কলম), হাজী আব্দুন নুর (তালা), নিরদ চরণ দাস (রিক্সা), কোষাধ্যক্ষ পদে মোঃ মোস্তাক আহমদ (কাপ-পিরিচ) ও জাকারিয়া সেলিম (ডাব) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১২জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কানাইঘাটের প্রাচীনতম চতুল বাজারে ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি এলাকাবাসী ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে কানাইঘাট উপজেলার পাশাপাশি জৈন্তাপুর উপজেলার চারিকাটা ও দরবস্ত ইউনিয়নের মানুষ এ বাজারে কেনাকাটা করে থাকেন। ব্যবসায়ী সমিতির নির্বাচনে দুই উপজেলার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিযোগীতা করে বিজয়ী হয়ে আসছেন। নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীরা বিজয়ী হলে বাজারের উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীদের সার্থ সংরক্ষণ, নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্রের মূল্য স্থিতিশীল রাখা, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ, শান্তিশৃঙ্খলা রক্ষা, বাজারে ঘন শৌচাঘার নির্মাণ বিশুদ্ধ পানি সরবরাহ, বাজারের পাশে বাইসা নদীতে পাঁকা ঘাট নির্মাণে আশ্বাস দিচ্ছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়