Wednesday, October 9

সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে আরো একটি বিশেষজ্ঞ দল

ঢাকা: সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংসের কাজ গতিশীল করতে আরো একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস-ওপিসিডব্লিউ।

বিবিসি সূত্রে জানা গেছে, তবে বিশেষজ্ঞদের নতুন এ দলে কয়জন সদস্য থাকবেন এবং কখন তাদের পাঠানো হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থাটি।

সিরিয়াকে অস্ত্রমুক্ত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। ওই প্রস্তাব অনুযায়ী, সিরিয়ার একহাজার টন রাসায়নিক অস্ত্রের মজুদ আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করার সময়সীমা বেঁধে দেয়া হয়।

এদিকে, মঙ্গলবার সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ তালিকাভুক্ত ও ধ্বংস করার কাজ তদারক করতে ১শ’ সদস্যের একটি শক্তিশালী মিশন গঠনের প্রস্তাব দেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়