ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ২৫ অক্টোবর দেশে কি হবে তা নিয়ে দেশবাসী অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। আমরাও জানি না আসলে কি হবে। আমরাও আতঙ্কিত। দেশ অনিবার্য সংঘাত আর রক্তপাতের দিকে এগিয়ে চলছে। জাতি এই সংঘাত ও রক্তপাত থেকে মুক্তি চায়।
সোমবার এরশাদের বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, দুটি দলের ক্ষমতায় যাবার লড়াইয়ে দেশবাসী আজ দিশেহারা। ক্ষমতায় আকড়ে থাকার জন্য তারা দেশকে বারবার সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। এই দু’দল দেশ আর জাতিকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায়।
তিনি বলেন, শুধু রক্তপাত এড়াতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম। জাতীয় পার্টি সংঘাত চায় না। আমরা রক্তপাতে বিশ্বাস করি না। জনগণ আমাদের শক্তি। শাহবাগ চত্ত্বরের কারণে দেশ আজ আস্তিক-নাস্তিক দুই ভাগে বিভক্ত হয়েছে। তাই মানুষ শান্তি চায়, পরিবর্তন চায়। একমাত্র জাতীয় পার্টি পারে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সভাপতিত্বে যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, মোঃ তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া নেতৃবৃন্দ।---ডিনিউজ
সোমবার এরশাদের বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, দুটি দলের ক্ষমতায় যাবার লড়াইয়ে দেশবাসী আজ দিশেহারা। ক্ষমতায় আকড়ে থাকার জন্য তারা দেশকে বারবার সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। এই দু’দল দেশ আর জাতিকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায়।
তিনি বলেন, শুধু রক্তপাত এড়াতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম। জাতীয় পার্টি সংঘাত চায় না। আমরা রক্তপাতে বিশ্বাস করি না। জনগণ আমাদের শক্তি। শাহবাগ চত্ত্বরের কারণে দেশ আজ আস্তিক-নাস্তিক দুই ভাগে বিভক্ত হয়েছে। তাই মানুষ শান্তি চায়, পরিবর্তন চায়। একমাত্র জাতীয় পার্টি পারে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সভাপতিত্বে যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, মোঃ তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া নেতৃবৃন্দ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়