বান্দরবান: বান্দরবানের সাঙ্গু নদীতে এক সেনা কর্মকর্তা নিখোঁজ হয়েছে। বেতছড়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর (২৫) নামক এ সেনাকর্মকর্তা আজ রবিবার দুপুর ২টার দিকে অপর দুই সৈনিকসহ নৌকায় চড়ে সাঙ্গু নদী পাড়ি দেয়ার সময় নৌকা থেকে পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে বলে সেনা রিজিয়ন সূত্র জানায়। দুই সৈনিক তীরে ফিরতে পারলেও লেঃ তানভির খর¯্রােতা নদীর স্র্রোত পেরিয়ে তীরে পৌছাতে পারেনি।
পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা অবধি সেনা সদর জোনের ডুবুরী দল এবং স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে।
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়