Wednesday, October 9

বাংলাদেশি মহিলাকে ফেরত দিলো বিএসএফ


সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতীয় ভূখন্ডে আটক হওয়া এক বাংলাদেশি মহিলাকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। ফেরৎ আসা এই মহিলা সাতক্ষীরার পাটকেলঘাটা থানা সদরের আব্দুল লতিফের স্ত্রী হারিজা বেগম (৩৫)। বুধবার বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরৎ দেয় বিএসএফ।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র মাদরা ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কলারোয়ার মাদরা সীমান্তের বিপরীতে ভারতের দরকান্দা সীমান্তে বিএসএফ এক বাংলাদেশি মহিলাকে আটক করে। মাদরা বিজিবির পক্ষ থেকে ওই মহিলাকে ফেরৎ চেয়ে বিএসএফের কাছে পত্র দেয়া হয়। এর প্রেক্ষিতে বিকেল সাড়ে ৩ টায় সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটক মহিলাকে মাদরা বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলামের কাছে হস্তান্তর করে বিএসএফ। 
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাদরা বিজিবির সুবেদার নজরুল ইসলাম।  বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন দরকান্দা ক্যাম্পের সিনিয়র বিএসএফ সদস্য এডি প্রিপাটলি। 
সাতক্ষীরা ৩৮বিজিবি’র অপস অফিসার মেজর আনোয়ারুল মাযহার সাংবাদিকদের কাছে পতাকা বৈঠক ও হস্তান্তর প্রক্রিয়ার সত্যতা নিশ্চিত করেছেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়