ভোলা: পদমর্যাদা ও বিভিন্ন দাবী আদায়ের আন্দোলনে থাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রদের কর্মসূচি সারাদেশের মত ভোলায়ও পালিত হচ্ছে। ভোলার বোরহানউদ্দিনে অবস্থিত ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা সোমবার ইনস্টিটিউট এর সামনে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি পালন করে এসময় তারা ভোলা-চরফ্যাশন রুটি যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে একজন পথচারী গুরুতর আহত হয়, তার নাম আকমল হোসেন (২৫)।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভোলা হাসপাতালে নেয়া হয় পরবর্তীতে তাকে বরিশাল শেবাচীম হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আহত পথচারী।
নিহত আকমল হোসেন বোরহানউদ্দিন উপজেলার এক নং ওয়ার্ডেও বাসিন্দা। তার মৃত্যুতে বাবা দীন ইসলাম সোমবার বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত দু’শ জনকে আসামী করে বোরহান উদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে আন্দোলনের সময় শিক্ষার্থীরা একটি বিআরটিসি বাসে হামলা চালায় ও ভাংচুর করে। এঘটনায় বাসের চালক সুলতান বাদী হয়ে অজ্ঞাত নামা দু’শ শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় পুলিশ আসামীদের গ্রেফতার করতে সোমবার রাতভর অভিযান চালায় এবং ছয় জন শিক্ষার্থীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন-শাহ ফরহাদ, দিপু, সুবল, সোহানুর, আব্দুর রাজ্জাক ও রাশেদ। বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল হাসান জানান ছয় জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। এদিকে গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছে শিক্ষার্থীরা। আজও ইনস্টিটিউটে কোন ক্লাশ হয়নি। ---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়