ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করবো রাজনৈতিক কর্মসূচিসহ সকল কর্মসূচির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিবে সরকার।
তিনি বলেন, ২৫ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করা হবে। সমাবেশে বাধা দিলে দায় সরকারকেই নিতে হবে।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ সংবাদ সম্মেলন করেন ফখরুল।ফখরুল ইসলাম বলেন, এই সভায় বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে। সরকারকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান্ও করা হয়।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়