Saturday, October 19

ঐহীর নিরানন্দ ঈদ


ঢাকা: বাবা-মা নেই। অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁরা। সেই খুনের দায়ে কারাগারে বোন ঐশী রহমান। আপনজন কেউ নেই পাশে। জীবনের প্রথম এমন ঈদই পার করলো খুন হওয়া পুলিশ দম্পতির আট বছরের শিশু ছেলে ঐহী রহমান। ময়মনসিংহে দাদীর সঙ্গে ঈদের দিন কাটিয়েছে সে। তবে ঐহী এখন থাকছে রাজধানীর উত্তরায় খালু ইফতেখারুল ইসলামের বাসায়।

পারিবারিক সূত্র জানায়, ছোট চাচা রুবেলের সঙ্গে সকালে ঈদের নামাজ পড়েছে ওহী। পরে দাদীকে পা ছুঁয়ে সালাম করেছে সে। কোরবানি নিয়ে বাসার সবাই ব্যস্ত থাকলেও বিষন্নতা তার মন ছেড়ে যায়নি। না কাঁদলেও হাসি ছিল না শিশুটির মুখে। কে জানে মা-বাবাকেই যেন বেশি মনে পড়ছিল তার।

গত ১৪ আগস্ট রাতে রাজধানী ঢাকার চামেলীবাগে নিজ ভাড়া বাসায় পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান নৃশংসভাবে খুন হন। ১৬ আগস্ট সন্ধ্যায় তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল নিহত দম্পতির শিশু ছেলে ওহী রহমান।

পরে ১৭ আগস্ট নিহত পুলিশ দম্পতির মেয়ে ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে। পাঁচ দিনের পুলিশি রিমান্ডে বাবা-মা হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে ঐশী। পুলিশ দম্পতি হত্যা মামলায় ঐশী, তার বন্ধু রনি ও কাজের মেয়ে সুমির নাম রয়েছে। বর্তমানে ঐশী ও রনি আছে কারাগারে। সুমি আছে কিশোরী উন্নয়ন কেন্দ্রে।  

মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তিন নম্বর টিমের পরিদর্শক আবু আল খায়ের মাতুববর বলেন, ‘ঐহী আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। উত্তরায় খালার বাসায় থাকছে। চাচা-ফুফুরাও তার নিয়মিত খোঁজখবর রাখছে।  -ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়