Tuesday, October 1

রাজধানীতে সাত গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

ঢাকা : বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার পাশে সাদা রঙের একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। এর আগে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে আরও একটি সাদা রঙের প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। দুপুর আড়াইটার দিকে বঙ্গবাজার মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় নুরুল ইসলাম (২৫) নামে এক গাড়ি চালক অগ্নিদগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া কাজী আলাউদ্দিন রোডে একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। একই সময় বঙ্গবাজার পশু হাসপাতালের সামনে তিনটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। বেলা ৩টার দিকে পুরান ঢাকার বাবু বাজার এলাকায় ছাত্রদলের মিছিল বের হয়। রায় ঘোষণার প্রতিবাদে তারা মুহুমুর্হ ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ করে। এদিকে ফাঁসির রায় ঘোষণার পরপরই রাজধানীর পল্টনে পানির ট্যাংকের সামনে ছাত্রদল একটি মিছিল বের করে। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুর চালিয়ে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের মতিঝিল বিভাগের এডিসি মেহেদি হাসান বলেন, দুপুরের দিকে বঙ্গবাজার ও  ফকিরাপুল এলাকায় দুটি গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ আলী বলেন, বঙ্গবাজার এলাকায় একটি পিক আপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন তা নিভিয়ে ফেলেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়