Thursday, October 24

কাল থেকে মহাজোট সরকার বৈধ নয় : খালেদা জিয়া

ঢাকা : বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, অত্যচারী, দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে তিনি এ কথা বলেন। 

খালেদা জিয়া বলেন, সংবিধান সংশোধনের কোনো দরকার ছিল না। কারণ তত্ত্বাবধায়কের দাবি ছিল জনগণের। এর জন্য আওয়ামী লীগ দিনেরপর দিন হরতাল করেছে, গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছে। আমরা জনগণের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলাম। কিন্তু, সরকার চিরতরে ক্ষমতায় থাকার জন্য এটি বাতিল করেছে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আপনারা বড়াই করেন, অনেক কাজ করেছেন। অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। এত জনপ্রিয় হলে নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন দেন।’

তিনি বলেন, কাল থেকে মহাজোট সরকার বৈধ নয়। এ ছাড়াও বর্তমান সংবিধান ও শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন দেশে হবে না এবং হতে দেওয়া হবে না।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়