মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের দালালপাড়া এলাকায় ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে শাহাবুদ্দিন (৩২) নামের এক ডাকাত নিহত হয়েছে। এছাড়া ডাকাতদের হামলায় রামপাল বিদ্যালয়ের শিক্ষক ইছহাক ও তার স্ত্রী গুরুতর আহত হয়। শুক্রবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ অভিযান চালিয়ে নাগর (৪৩), রতন (৪১) ও রোমান (৩৬) নামের ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। আহত শিক্ষককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে একদল ডাকাত সদর উপজেলার দালালপাড়া গ্রামে এছাহাক নামের এক শিক্ষকের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে টাকা ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে শাহাবুদ্দিন নামের এক ডাকাতকে আটক করে গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভোর ৪টায় ডাকাত শাহাবুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অন্যদিকে ঘটনার পর পুলিশের অপর একটি টিম দালালপাড়া ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে নাগর, রতন ও রোমান নামের ৩ ডাকাততে গ্রেফতার করা হয়। অপর ডাকাতরা পালিয়ে যায়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়