Monday, October 7

বর্জ্য অপসারণের প্রস্তুতি সম্পন্ন চসিকের


চট্টগ্রাম: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীতে জবাইকৃত কোরবানীর পশুর নাড়িভুড়ি ও বর্জ্য অপসারনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কাজের সুবিধার্থে নগরীর ৪১টি ওয়ার্ডকে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম চারটি জোনে ভাগ করে নাড়িভুড়ি, বর্জ্য অপসারনের এ কার্যক্রম পরিচালনা করা হবে। উত্তর জোনের আহ্বায়ক কাউন্সিলর মোহাম্মদ আজম, দক্ষিণ জোনের আহ্বায়ক কাউন্সিলর আবদুল বারেক, পূর্ব জোনের আহবায়ক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল এবং পশ্চিম জোনের আহবায়ক কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী এ কার্যক্রম তদারকী করবেন। 
পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে এক প্রস্তুতি সভা  সোমবার দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম। কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাজী নুররুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর এম.এ মালেক, মোরশেদ আকতার চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, আবদুল বারেক, মোহাম্মদ আজম, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা আলী আহমেদ ও সচিব রশিদ আহমদ বক্তব্য রাখেন। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন কাউন্সিলর গিয়াস উদ্দিন, জহরলাল হাজারী, এড. রেহেনা বেগম ও লুৎফুুন্নেসা দোভাষ বেবী।  সভা পরিচালনা করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশু।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, কোরবানী পশুর বর্জ্য অপসারন সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব।  এবছর শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আযহা পাশাপাশি হওয়ায় মহানগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্ন কর্মীদেরকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। আসন্ন কোরবানীতে নগরীর পরিবেশ যাতে অস্বাস্থ্যকর ও দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখা আামাদের সকলের নৈতিক দায়িত্ব। এ প্রসঙ্গে মেয়র বিকেল ৫টার মধ্যেই যাতে সকল জবাইকৃত পশুর সকল নাড়িভুড়ি ও বর্জ্য সরিয়ে ফেলা যায় সে ব্যাপারে পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তৎপর থাকার নির্দেশ দেন। কাজের তদারকির জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এই ভিজিল্যান্স টীমের সদস্যরা নগরীর ৪১টি ওয়ার্ডে বর্জ্য অপসারনের এ কাজটি ঘুরে ঘুরে দেখবেন এবং কাজের রিপোর্ট তৈরি করবেন। এবারের কোরবানীর ঈদে নাড়িভুড়ি ও ময়লা আবর্জনা অপসারন কাজে কর্পোরেশনের পক্ষ থেকে অতিরিক্ত গাড়ী এবং জনবল নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে খুব দ্রুততার সাথে বর্জ্য অপসারন কাজ সমাপ্ত করা যায়। মেয়র বিশেষ করে যে সমস্ত জায়গায় রাস্তার উপরে পশু জবাই করা হয় সেই স্থান পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা এবং এ সময় প্রতিটি ওয়ার্ডের সড়কবাতিগুলো যাতে সচল থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারন সংক্রান্ত যে কোন বিষয়ে তাৎক্ষনিক যোগাযোগের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন দামপাড়া অফিসে কেন্দ্রীয় কন্ট্রোল রুম এবং ৪টি জোনে ৪টি সাব কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানানো হয়। এগুলো হচ্ছে বিবিরহাট, গোসাইলডাঙ্গা, দেওয়ান বাজার ও সরাইপাড়া ওয়ার্ড অফিস। কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নাম্বার ৬৩৩৬৪৯, ৬৩০৭৩৯, ০১৭১২-২৫২৬১৫, ০১৮৪২-১৯৯১৯৯।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়