আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুজাফফরনগরে মুসলিম বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই যোগাযোগ করার চেষ্টা করেছে বলে রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্রমোদি। কংগ্রেসের সহ-সভাপতিকে উদ্দেশ করে তিনি বলেছেন, আইএসআই কাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে সাহস থাকলে তাদের নাম প্রকাশ করুন।
নরেন্দ্রমোদি গুজরাটে এক নির্বাচনি জনসভায় এ আহ্বান জানান । বিজেপি গত মাসে তাকে ভারতের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করার পর এই প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখলেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচার চালানোর সময়ে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রাহুল দাবি করেছিলেন, মুজফফরনগর দাঙ্গার সময় আইএসআই দাঙ্গায় নিহতদের পরিবারের কিছু সদস্যের সঙ্গে যোগাযোগ করেছিল। এদের ব্যবহার করে সন্ত্রাস চালানোর লক্ষ্যে ওই যোগাযোগ করা হয়েছিল বলে দাবি করেন রাহুল।
রাহুলের মুসলিম বিরোধী এ বক্তব্যের বিরুদ্ধে এরই মধ্যে ভারতের মুসলমানরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভারতের শিয়া আলেম মাওলানা সাফি আব্বাস নাকাভি বলেন, কংগ্রেসের এ নেতার বক্তব্য মুসলমানদের প্রতি কেবল তার অস্পষ্ট চিন্তাধারাই তুলে ধরেনি বরং ভারতের সাম্প্রদায়িক শক্তির হাতকে জোরদার করেছে। এ ধরণের বক্তব্যে মাধ্যমে ভারতের দেশপ্রেমিক শান্তিপ্রিয় কোটি কোটি মুসলমানের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা হয়েছে বলেও উল্লেখ করেন আব্বাস নাকাভি।
রাহুল দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মুসলমানদের দুঃখ-দুর্দশা বোঝার চেষ্টা না করে বরং তাদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া, শাহার কাজি, মাওলানা আবুল ইরফান এবং মিয়াঁ ফারানগি মাহালিও রাহুলের বক্তব্যের তীব্র নিন্দা জানান। তারা একে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করে অবিলম্বে রাহুলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
অল ইণ্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা কালবে সিদ্দিকি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বিশ্বস্ততা ও সংহতিকে যারাই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন তারাই দেশের সবচেয়ে বড় ক্ষতি করেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়