Sunday, October 6

২৫ অক্টোবর থেকে সরকার পতন আন্দোলন: ফারুক

ঢাকা : বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, “গণতন্ত্ররক্ষা আন্দোলনের নেত্রী বেগম জিয়াকে সংসদের ভেতরে বাইরে সবখানে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন শেখ হাসিনা। যখন কারো সব অপকর্ম ফাঁস হয়ে যায় তখন তিনি এভাবে গালিগালাজ করেন।”

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। 

তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করা না হলে ২৫ অক্টোবর থেকে 'সরকার পতন' আন্দোলন।

ফারুক বলেন, “সংবিধানে ১৬ তম সংশোধনী এনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করুন। তা না হলে জনগণকে সাথে নিয়ে ২৫ অক্টোবর দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব।”

বিরোধীদলকে জুলুম নির্যাতন করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন ফারুক।

তিনি বলেন, “বিরোধীদলকে নির্যাতন করে সরকার ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা স্বপ্নই রয়ে যাবে, বাস্তবে রূপ নেবে না। কারণ বিএনপি জেল-জুলুম-নির্যাতন কোনটার ভয় পায় না।”

সভায় সভাপতিত্ব করেন তালুকদার জহিরুল হক তুহিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, এম এ মতিন এবং যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরো অনেকে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়